রবিবার, ২১ আগস্ট, ২০১১

ভার্চুয়াল হার্ড ড্রাইভ : ক্লাউড কম্পিউটিং -এর মজা





ক্লাউড ছাড়া এখন কারও মুখে কোনো কথা নেই । একই সুরে সুর মিলিয়ে আমরাও এখন সবাই ব্যস্ত আছি নিজের কম্পিউটারের হার্ড
ড্রাইভে নয়, ক্লাউডে, তথা অনলাইন সার্ভারে ফাইল রেখে দিয়ে এবং পৃথিবীর  যে কোনো দেশ বা প্রান্ত থেকে সে ফাইলে কাজ করে সব
ঝামেলা থেকে মুক্ত হতে । ক্লাউড বেজড সিংকিং সার্ভিসে সাধারণত একটি ভার্চুয়াল ড্রাইভ ব্যবহৃত হয় যেটিকে আপনার কম্পিউটার
ডেস্কটপে প্রর্দশন করে এবং এটি সরাসরি সংযুক্ত থাকে ব্যবহারকারির অনলাইন স্টোরেজ স্পেসের সঙ্গে । যে সমস্ত ডেস্কটপ, নোটবুক,
বা মোবাইল ডিভাইসে ক্লায়েন্ট সফটওয়্যারটি ইনস্টল করা আছে তার সবগুলোতেই  ভার্চুয়াল হার্ড ড্রাইভের কনটেন্টগুলো সিনক্রোনাইজেশন করা হয় । আপনিই ঠিক করে দেবেন কোন ফাইল বা ফোল্ডারগুলোকে আপনি ভার্চুয়াল হার্ড ড্রাইভে অন্তর্ভূক্ত করতে
চান । এরপর থেকে  ঐ ড্রাইভের সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে অনলাইন সার্ভারে আপলোড হতে থাকবে । সেখান থেকে ইউজার নেম আর
পাসওয়ার্ড দিয়ে লগিন করে আপনি পৃথিবীর থেকে যে কোনো দেশ বা প্রান্ত থেকে ঐসব ফাইল ফোল্ডারে অ্যাকসেস করতে পারবেন অথবা অন্যদেরকেও অ্যাকসেস করাতে পারবেন । এবার আসুন এমন দুটো অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হই যেগুলোর মাধ্যমে আপনি সহজেই ভার্চুয়াল হার্ড ড্রাইভের সুবিধা নিতে পারবেন ।
ড্রাইভএইচকিউ ফাইল ম্যানেজার
এ প্রোগ্রামটি তৈরি করেছে ড্রাইভএইচকিউ । তাদের ক্লাউড-সিংকিং ডেক্সটপ সফটওয়্যার ড্রাইভএইচকিউ ফাইল ম্যানেজার বাজারে আসে ২০০৭ সালের শুরুর দিকে । এ প্রোগ্রামটি যে কোনও এফটিপি ফাইল ট্রান্সফার অ্যাপ্লিকেশনের মতই কাজ করে । এর ইউজার ইন্টারফেসে দুটো ভাগ আছে । ডান দিকের অংশে আপনার নিজের পিসির হার্ড ড্রাইভ দেখানো হয়, আর বাম দিকের অংশে দেখান হয় আপনার ড্রাইভএইচকিউ অনলাইন স্টোরেজ স্পেসের ফোল্ডার ও ফাইল ।
এ দুটো ডিরেক্টরির মধ্যে ফাইল বা ফোল্ডার ট্রান্সফারের কাজটি সারা হয় বিভিন্ন আইটেমকে ক্লিক করে এবং এক অংশ থেকে আরেক অংশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে । আপনার লোকাল এবং অনলাইন ডিরেক্টরির মধ্যে ফোল্ডার সিনক্রোনাইজ করতে হলে আপনাকে ড্রাইভএইচকিউ অনলাইন ড্রাইভের নির্দিষ্ট ফোল্ডারে রাইট ক্লিক করে এবং "Synchronize with local" অপশনটি ক্লিক করতে হবে । প্রোগ্রামটি তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইন ও লোকাল ফোল্ডারে এমনভাবে ফাইল আপলোড ও ডাউনলোড করবে যাতে উভয় ফোল্ডারের কনটেন্ট পরস্পরের সঙ্গে ম্যাচিং করে ।
স্পাইডারওক
এন্টারপ্রাইজ ইউজাররা যে ধরনের ক্লাউড সিঙ্ক প্রোগ্রাম ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই দিজাইন করা হয়েছে স্পাইডারওককে । বিশেষ করে যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেন করে বহু গিগাবাইট পরিমাণ ফাইলকে ব্যাক আপ করার জন্য যারা নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন খুঁজছেন এটি তাদের ই জন্য । এটি ২০০৭- এর ডিসেম্বরে বাজারজাত  করে স্পাইডারওক নামের কোম্পানি । এটি প্রথাগত হার্ড ড্রাইভ ব্যাক আপ অ্যাপ্লিকেশনের মতই কাজ করে । আপনার  স্পাইডারওক অ্যাকাউন্ট- এর সঙ্গে যতগুলো কম্পিউটারকে লিঙ্ক করবেন তার প্রতিটিই  স্পাইডারওক ডেস্কটপ ক্লায়েন্ট - এর মেন্যুতে দেখানো হবে । ওখান থেকে কোনো কম্পিউটারের নামে ক্লিক করা হলে ঐ কম্পিউটারের যেসব ফাইল ও ফোল্ডার আপনার স্পাইডারওক অ্যাকাউন্টে আপলোড করেছেন তার একটি তালিকা দেখাবে । আপনার নিজের কম্পিউটারে ফাইল ম্যানেজার প্রোগ্রাম ব্যবহার করে যেভাবে ফাইল ডাউনলোড, মুছে ফেলা বা অন্যান্য কাজ করেন ঠিক একইভাবে, একই কাজগুলো করতে পারবেন ভার্চুয়াল নেটওয়ার্কের সঙ্গে ইন্টার অ্যাকশনের মাধ্যমেও । যদি চান স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট শিডিউলে ফাইল বা ফোল্ডার ব্যাক আপ এবং সিঙ্কিং হবে তাও করতে পারবেন ।
N.B. : আমার আগে যদি কেহ এই ধরনের পোস্ট দিয়ে থাকেন তাহলে এডমিন ভাইকে অনুরোধ করছি যেন এই পোস্টটি মুছে ফেলে । সবাইকে ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin