সোমবার, ২২ আগস্ট, ২০১১

‘উইন্ডোজ লাইভ’ দ্বারা নিজের ডোমেইনে ৫০০ ইমেইল ঠিকানা


গুগল এ্যাপস সম্পর্কে আমরা কম বেশী জানি। গুগল এ্যাপস প্রথম দিকে বিনামূল্যে নিজস্ব ডোমেইনে আনলিমিটেড ইমেইল ঠিকানা দিলেও বর্তমানে ট্রায়াল হিসাবে মাত্র ১০টি ইমেইল ঠিকানা দিচ্ছে। তবে বর্তমানে ‘উইন্ডোজ লাইভ’ নিজস্ব ডোমেইন বিনামূল্যে ৫০০টি ইমেইল ঠিকানা দিচ্ছে। এই প্রতিটি ইমেইল ঠিকানাতে পাওয়া যাবে ২ গিগাবাইট যায়গা, আর উইন্ডোজ লাইভের সকল সুবিধাতো থাকছেই। আমরা ধাপে ধাপে দেখবো কিভাবে উইন্ডোজ লাইভ নিজস্ব ডোমেইনে সেটআপ করা যায়।
  • ধাপ১) এজন্য www.domains.live.com সাইটে গিয়ে Custom Domains এর নিচে Get started লিংকে ক্লিক করুন।
  • ধাপ২) এবার Provide your domain name অংশে ডোমেইন ঠিকানা লিখুন এবং Choose mail service for your domain অংশে Set up Windows Live Hotmail for my domain নির্বাচিত রেখে Continue বাটনে ক্লিক করুন।
  • ধাপ৩) নিজের উইন্ডোজ লাইভ অ্যাকাউন্ট থাকলে Sign in with an existing Windows Live ID. নির্বাচিত রেখে Continue বাটনে ক্লিক করুন।
  • ধাপ৪) এখন উইন্ডোজের লাইভ আইডি (হটমেইল, লাইভ ইত্যাদি) দ্বারা লগইন করুন।
  • ধাপ৫) এরপরে Review settings and accept agreement এ I Accept বাটনে ক্লিক করুন।
  • ধাপ৬) এবার ডোমেইনের মালিকানা প্রমাণ করতে হবে। এজন্য MX server: থাকা অংশটুক কপি করুন।
  • ধাপ৭) এজন্য নতুন ট্যাবে সিপ্যানেলে লগইন করে Mail অংশে MX Entry এ ক্লিক করুন।
  • ধাপ৮) এখন Add New Record অংশের Priority: এ ১০ লিখুন এবং Destination: অংশে MX records দিয়ে (MX server কপি করা অংশ) Add New Record বাটনে ক্লিক করুন এবং সিপ্যানেল বন্ধ করুন।
  • ধাপ৯) এখন Refresh বাটনে ক্লিক করলে Updating... হবে।
  • ধাপ১০) আপডেটিং শেষ হলে ডোমেইন পেজে ফিরে আসবে এবং Status এ Active দেখাবে।
  • ধাপ১১) এরপরে মেইল ঠিকানা যুক্ত করতে বাম পাশ থেকে Mail accounts এ ক্লিক করে Add বাটনে ক্লিক করে যুক্ত করা যাবে।
  • ব্যাস এখন আপনি ইচ্ছামত (৫০০টি পর্যন্ত) ইমেইল ঠিকানা যুক্ত করতে পারবেন। মেইল চেক করতে হলে http://mail.live.com ঠিকানাতে গিয়ে মেইল চেক করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin