‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের tips।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ঠ হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য tips।
- এমন সুন্দর , অনেক ভাল সম্পূর্ণ ওয়েব। ইন্টারনেট Explorer এর বিশাল মার্কেট শেয়ার এবং ওয়েব মানের অভাব সমর্থন । হ্যাঁ ওয়েব মানের অভাব হচ্ছে ওয়েব পেজ কোডিং যে মান । ফায়ারফক্স হিসাবে অনুবর্তী ব্রাউজার এবং অন্যদের যে রেন্ডারিং ইঞ্জিন থেকে ওয়েব পেজ খুবদ্রুত প্রদর্শন ব্যবহার সমর্থন । অন্যান্য মান অনুবর্তী ব্রাউজার যা ওয়েব পেজ প্রদর্শন ব্যবহার স্লো রেন্ডারিং ইঞ্জিন স্পীড রেন্ডারিং ইঞ্জিন না।আপনার কম্পিউটার ভাল ব্যবহার করা যাবে।
- খুবই ফাস্ট ওপেন হয় ।
- মেমোরি ও আগে থেকে কম নেয়।
- আপনার পিসি স্লো হবে না ।
- super fast hardware redering .
- ওয়েব এর ভিডিও এবং বিভিন্ন contents আরও smooth & fast করতে পারবেন।
- Diretct2D & Direct3D supported,
- 3D contents. আর এতে সাহায্য করেছে ।
- Graphics giant nVIDIA!এর security ,,,কিছু বলার দরকার আছে বলে মনে করি না।
- যেহেতু এক্সটেনশন / থিম উপযুক্ততায় ফায়ারফক্স মধ্যে শুধু বিষয়ে করা তা করতে সক্ষম অথবা সবটা আপনি পছন্দ করতে।আপনি Oskar থেকে খুব সুন্দর মোজিলা ফায়ারফক্স এবং মোজিলা থান্ডারবার্ড থিম পাবেন।কিছু কিছু ওয়েবসাইট আপনার আইপি এড্রেস ট্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইট কে তা পাঠিয়ে দেয় আপনার অজান্তে। কিন্তু এই ফায়ারফক্স আপনার লোকেশান ট্র্যাক করতে দিবে না।কারন এবার এতে যুক্ত করা হয়েছে "Do not track" technology তাই আর কোন অবাঞ্ছিত বিজ্ঞাপন নয়।
- লক্ষণীয়, যে সর্বদা স্পীড রেন্ডারিং ইঞ্জিন হিসাবে ফায়ারফক্সের নতুন সংস্করণ উঠা আপডেট করা হচ্ছে।
মোজিলা ফায়ারফক্স NIGHTLY
ছবি দেখে কাজ করুন।
PIC-1
PIC-2
PIC-3
নিচে উল্লেখিত, যার যেটা প্রোয়জন সেটা ইনেস্টল দেন।তার বাহিরে না।
ফায়ারফক্স-৯
- Downlod=Windows32-bit14MB
Built on 17-Aug-2011
ফায়ারফক্স-৮
- Downlod=Windows 64-bit15MB
Built on 15-Aug-2011
- Mac37MB
Built on 17-Aug-2011
- Downlod-Linux Intel16MB
Built on 17-Aug-2011
- Downlod=Linux 64-bit Intel17MB
- Built on 17-Aug-2011
অবশ্যই,নিচে উল্লেখিত ফায়ারফক্স-addon করে নিন।তাহলে, কোন চিন্তা থাকলো না।
1=Downlod-compatibility-reporter2=Downlod-IDM CC
- আমি নিজে ব্যবহার করছি কোন সমস্যা নেই।আপনাদের শেয়ার করলাম।সমস্যা হলে আমি চেষ্টা করব সহযোগিতা করতে।
আপনাদের সুবিধার্থে ছবিতে উল্লেখ করেছি।
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন