সাধারণত কম্পিউটারের পাওয়ার বাটন চাপলেই কম্পিউটার সরাসরি বন্ধ হয়ে যাই, এবং আপনি যখন আপনার কম্পিউটারটি রিস্টার্ট কিংবা স্ট্যান্ড বাই করতে চান তখন আবার স্টার্ট মেনু থেকে রিস্টার্ট করতে হয়, যেটি অনেকের কাছেই বিরক্তিকর ও কষ্টকর।
এজন্য আমি আজকে আপনাদের এমন একটি কৌশল শিখিয়ে দেব, যাতে করে আপনারা এ সমসসা থেকে মুক্তি পাবেন।
১)আপনার কম্পিউটারের ডেস্কটপ এর ওপর মাউস রাখুন
২) তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন
৩)উপরের মেনু থেকে Screen Saver নির্বাচন করুন
৪)তারপর Power নির্বাচন করুন
৫)তারপর Power Option থেকে Advanced নির্বাচন করুন
৬)When I Press the Power Button of My Computer:
থেকে Ask me what to do নির্বাচন করুন।
এবং নিচ থেকে Apply ক্লিক করে Ok
করুন।
এবার আপনার কম্পিটারের পাওয়ার বাটন ক্লিক করুন দেখেন কি হয়!!!!!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন