Windows 7 এর সকল ফোল্ডারের Icon আপনি পরিবর্তন করতে পারবেন কোন Software ছাড়াই । এজন্য আপনাকে যা করতে হবে তা হল :
১. Start এ গিয়ে লিখুন regedit
২. regedit এর উপর ক্লিক করুন ।
৩. তারপর ডাবল ক্লিক করতে থাকুন HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Explorer
৪. Explorer এর উপর ডান ক্লিক করে New ->Key তে ক্লিক করুন ।
৫. লিখুন Shell Icons ( যদি আগে থেকে থাকে তাহলে লেখার দরকার নেই )
৬. Shell Icons এর উপর একটা ক্লিক করুন ।
৭. ডানদিকে ফাকা যায়গায় ডান বাটন ক্লিক করে New -> String Value তে ক্লিক করুন ।
৮. New Value তেরী হবে । New Value মুছে দিয়ে 3 লিখে Enter চাপুন ।
৯. 3 এর উপর ডাবল ক্লিক করুন অথবা ডান বাটন ক্লিক করে Modify তে ক্লিক করুন ।
১০. Value Data তে আপনার Icon টি যে Drive এ আছে সে Drive এর নাম এবং .ico সহ লিখুন । যেমন: G:\Icons\Folder.ico
( অবশ্যই .ico লিখতে হবে )
১১. ok তে ক্লিক করুন । Registry Editor Close করুন এবং Computer Log off ও Log on করুন ।
Note: যদিও এই ওয়েবসাইটে বলা আছে 256×256 pixel icon না হলে সব ধরনের সাইজ Display হবেনা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি Small Icon ছাড়া কাজ হচ্ছে না । আমি এর কোন বিকল্প উপায় জানিনা কেউ যদি জানেন তাহলে অবশ্যই বলবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন