এবার কাজের কথায় আসি....
এজন্য যা দরকার :
১. “Phone Remote Control” সফ্ট্ওয়্যার
(এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করুন)
পাসওয়ার্ড: anik
২. ব্লুটুথ ডিভাইস।
এখন অবশ্য অনেক ল্যাপটপে ব্লুটুথ থাকে। ভাল ব্লুটুথ ডিভাইস থাকতে হবে। ছোট কালো রঙের যে ব্লুটুথ ডিভাইস বাজারে পাওয়া যায় ৫০-৮০ টাকায়, সেগুলো কিনলে ঠকবেন। ভাল ব্লুটুথ ডিভাইস পাবেন আইডিবি ভবনে ২০০-২৫০ টাকার মধ্যে।
এবার কাজ শুরু করা যাক:
১. প্রথমে জিপ্ ফাইল থেকে এক্সট্রাক্ট করে “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি ইনস্টল করুন। তারপর “reg.key” ডাবল ক্লিক করে একে ফুল ভার্সন করুন এবং আপনার মুঠোফোনে জিপ্ ফাইলের ভেতরে থাকা “Java Client” ফোল্ডার থেকে যে কোন একটি ভার্সনের “brc” সফ্ট্ওয়্যার “PC Suite” সফ্ট্ওয়্যারের সাহায্যে ইনস্টল করুন।
২. এবার PC তে ব্লুটুথ ডিভাইস প্লাগ ইন করুন এবং মোবাইলের ব্লুটুথ ওপেন করে “PC Suite” এর সাহায্যে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। এবার “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি PC থেকে ওপেন করুন এবং মোবাইলের Application ফোল্ডার থেকে “Bluetooth RC” ওপেন করুন।
৩. এবার ওপেন করা “Phone Remote Control” সফ্ট্ওয়্যারের “Connect from PC” অপশনে গিয়ে “Select Phone” অপশনে ক্লিক করুন এবং একই সাথে মোবাইল থেকে ওপেন করা “brc” সফ্ট্ওয়্যার থেকে “Search” অপশনে ক্লিক করে কানেক্ট করুন।
৪.এবার দেখুন আপনার মোবাইলে অনেকগুলো অপশন এসেছে। Power point, itune, Media player, Mouse Controller ইত্যাদি।
৪. “Mouse Controller” অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে আপনার পুরো ডেস্কটপ দেখতে পাবেন। ফলে ঘরের অন্য কক্ষে গিয়েও
মোবাইল দিয়ে PC নিয়ন্ত্রন করতে পারেন। এছাড়া আরও অনেক অপশন আছে যেমন, Power point, VLC media Player, Win Amp ইত্যাদি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন।
**আশা করি এই tips আপনাদের কাজে লাগবে।
এজন্য যা দরকার :
১. “Phone Remote Control” সফ্ট্ওয়্যার
(এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করুন)
পাসওয়ার্ড: anik
২. ব্লুটুথ ডিভাইস।
এখন অবশ্য অনেক ল্যাপটপে ব্লুটুথ থাকে। ভাল ব্লুটুথ ডিভাইস থাকতে হবে। ছোট কালো রঙের যে ব্লুটুথ ডিভাইস বাজারে পাওয়া যায় ৫০-৮০ টাকায়, সেগুলো কিনলে ঠকবেন। ভাল ব্লুটুথ ডিভাইস পাবেন আইডিবি ভবনে ২০০-২৫০ টাকার মধ্যে।
এবার কাজ শুরু করা যাক:
১. প্রথমে জিপ্ ফাইল থেকে এক্সট্রাক্ট করে “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি ইনস্টল করুন। তারপর “reg.key” ডাবল ক্লিক করে একে ফুল ভার্সন করুন এবং আপনার মুঠোফোনে জিপ্ ফাইলের ভেতরে থাকা “Java Client” ফোল্ডার থেকে যে কোন একটি ভার্সনের “brc” সফ্ট্ওয়্যার “PC Suite” সফ্ট্ওয়্যারের সাহায্যে ইনস্টল করুন।
২. এবার PC তে ব্লুটুথ ডিভাইস প্লাগ ইন করুন এবং মোবাইলের ব্লুটুথ ওপেন করে “PC Suite” এর সাহায্যে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। এবার “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি PC থেকে ওপেন করুন এবং মোবাইলের Application ফোল্ডার থেকে “Bluetooth RC” ওপেন করুন।
৩. এবার ওপেন করা “Phone Remote Control” সফ্ট্ওয়্যারের “Connect from PC” অপশনে গিয়ে “Select Phone” অপশনে ক্লিক করুন এবং একই সাথে মোবাইল থেকে ওপেন করা “brc” সফ্ট্ওয়্যার থেকে “Search” অপশনে ক্লিক করে কানেক্ট করুন।
৪.এবার দেখুন আপনার মোবাইলে অনেকগুলো অপশন এসেছে। Power point, itune, Media player, Mouse Controller ইত্যাদি।
৪. “Mouse Controller” অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে আপনার পুরো ডেস্কটপ দেখতে পাবেন। ফলে ঘরের অন্য কক্ষে গিয়েও
মোবাইল দিয়ে PC নিয়ন্ত্রন করতে পারেন। এছাড়া আরও অনেক অপশন আছে যেমন, Power point, VLC media Player, Win Amp ইত্যাদি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন।
**আশা করি এই tips আপনাদের কাজে লাগবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন