রবিবার, ২১ আগস্ট, ২০১১

HISTORY OF NETWORKING [part -01]




আজ আমরা HISTORY OF NETWORKING সম্পর্কে জানার চেষ্টা করব।

  • আমরা জানি যে প্রথম দিকে COMPUTER NETWORKING ছিল মেইন ফ্রেম ভিত্তিক।১৯৫৮ সালে প্রথমে NETWORK আবিষ্কার হয়েছে যা SAGE নামে পরিচিত।এটি প্রথমে আমেরিকা ও কানাডা তে ব্যাবহার করা হয়েছিল।অর্থাৎ SEMI ATUMATED GOUND ENVERMENT যা ব্যাবহার করা হয়েছিল আমেরিকা ও কানাডার সরকারী COMPUTER গুলো কে যুক্ত করার জন্য।
  • তারপর ১৯৬০ সাল এ সালে IBM COMPUTER এর জন্য CTSS আবিষ্কার করা হয়। CTSS আবিষ্কার এর ফলে একাধিক ব্যাবহারকারী একাধিক কাজ একসাথে সম্পন্ন করতে পারে।ব্যাবহারকারী রা যেনও ডায়াল কোর এর সাথে যুক্ত হতে পারে।এ জন্য এতে ডায়াল আপ মোডেম যুক্ত করা হয়।
  • এরপর আসে ১৯৬৪ সাল বাণিজ্যিক ভিত্তিতে প্রথম DAIL-UP-SERVICE ব্যাবহার করা হয়।এটি ব্যাবহার করা হয় আমেরিকান AIRLICENSE এ।১৯৬০-১৯৭০ সাল পর্যন্ত NETWORK মেইন ফ্রেম ভিত্তিক ছিল।
  • তারপর আসে ETHERNET.রবার্ট মেটাকাব প্রথম ETHERNET এর দিকে দৃষ্টি আকর্ষণ করলেন।তারপর গড়ে ঊঠে পরীক্ষামূলক ETHERNET NETWORK।১৯৬০ সালেই আমেরিকার প্রতিরক্ষা বিভাগ ARPANET নামে একটি প্রকল্প হাতে নেয়।
  • ARPANET দ্বারা JODDO ক্ষেত্রে এক সামরিক গাঁটি থেকে অন্য সামরিক গাঁটি তে যোগাযোগ ঠিক রাখা। ARPANET হচ্ছে ADVANCED RESEARCH PROJECT AGENCY NETWORK যা আমেরিকার সামরিক ক্ষেত্রে ব্যাবহার করা হত।
  • এরপর আসে ১৯৭১ সাল ARPANET বাড়ানো দেওয়া হয়।এটির প্রধান ব্যাবহার ছিল E-MAIL আদান প্রধান করা।১৯৮০ সালের দিকে ARPANET বাড়তে থাকে।
  • এরপর আসে ১৯৮৯ সাল ARPANET দুটি ভাগে বিভক্ত হয়।
যেমনঃ
  • 1.INTERNAT
  • 2.DARPANET
INTERNAT হল যেটি দ্বারা আমরা সবচেয়ে বেশী যোগাযোগ করে থাকি......।FACEBOOK,TECHTUNES এর মত জনপ্রিয় সাইট গুলো আমরা যার মাধ্যমে ব্যাবহার করে থাকি সে INTERNAT কিন্তু আবিষ্কার হয়েছিল ১৯৮৯ সালে। DARPARNET আমেরিকান আর্মি দের জন্য দেয়া হয়।
আগামী পর্বে আমরা LAN MAN WAN সম্পর্কে জানবো।
আমি আমার সাধ্যমত গুছিয়ে লেখার চেষ্টা করেছি।কতটুক করতে পারেছি জানি না।আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট দিবেন
সমাপ্ত..............
যে কোন ভুল হলে ক্ষমা করবেন আর তা দয়া করে ধরিয়ে দিবেন.........................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin