রাসেল ১৩ হাযির হল আজব এক ক্যাচাল নিয়ে, ক্যাচাল কেনো তা জানতে পারবেন একেবারে শেষে । উইন্ডোজ মানেই এন্টি ভাইরাস সেটআপ দেয়া, আমরা যখনি উইন্ডোজ সেটআপ দেই তখনি নটিফিকেশন বারে "Your computer might be at risk" কথাটা আসতে থাকে । তো এই যখন অবস্থা তখন উইন্ডোজের অনেক ইউজার দেখা গেছে লিনাক্সের দিকে ঝুকে পড়েছে স্বজীবন (দুষ্ট লোকে একে কম্পিউটার বলেও ডাকে) বাঁচাতে !
কিন্তু কথা হোল লিনাক্স সম্পুর্ণরুপে ভাইরাস মুক্ত একটি অত্যন্ত শক্তিশালী অপারেটিং সিস্টেম, তবে কেনো এতে আমরা এন্টি ভাইরাস ব্যবহার করবো ?
জনপ্রিয় ইংরেজি পত্রিকা পিসি ওয়ার্ল্ড তাদের এক ফিচারে এ নিয়ে আলোচনা করেছেন, আমি সেখান থেকে খুব গুরুত্বপুর্ণ কিছু অংশ তুলে দিলাম ।
Windows XP, left unpatched, is vulnerable to malware that can make it shrivel up and die within a few minutes of being connected to the Internet. Even after patching, Windows is still subject to virus and spyware attacks that make third-party security tools a must. Linux, on the other hand, has a reputation for being relatively impervious to attack via the Net. But is it really immune to the threats that stalk Windows?
The answer has long been, and still is, a qualified yes. Sure, occasionally viruses, worms, and rootkits are written specifically to compromise Linux systems. But if you avoid a couple of major blunders, those relatively few threats are unlikely to do you any real harm, for reasons I'll go into below. To sleep utterly soundly, however, you may still need to take some steps to malware-proof your Linux system.
Here's another reason Linux tends to deflect spyware: By default, most Linux distributions wisely set you up as a lower-privilege user, with a type of account that generally can't allow malicious code to take over the system. Were you to somehow permit a Linux virus or worm to run on your computer, the fact that you are not logged in on the all-powerful root account prevents the malware from attacking the system's (and other users') files. That's why you typically have to log in as root (with the root password) to change Linux system configurations. In contrast, the default Windows XP user account is the full-privilege administrator, which gives viruses and other threats greater leeway to infect and damage the PC.
তো এই যে দেখুন আমাদের ক্যাস্পারস্কি মামাও তাহার বিশাল ভুঁড়ি (মেদ যুক্ত) নিয়া " Kaspersky Endpoint Security for Linux " বের করে ফেলেছে
তারা আবার এর ৩০ দিনের একটা ট্রায়াল দিচ্ছে যদি কারো ডালো করতে মনা চায়, তাইলে এখানে ক্লিকান !
তারা আবার এর ৩০ দিনের একটা ট্রায়াল দিচ্ছে যদি কারো ডালো করতে মনা চায়, তাইলে এখানে ক্লিকান !
এইদিকে আমাদের ইসেট ভাইয়া এনেছে " ESET File Security for Linux/BSD/Solaris ", উনারাও ৩০ দিনের ট্রায়াল দিচ্ছে, ডালো করতে এইখানে ক্লিকান !
আছে, খুব সামান্য হলেও আছে, কি কি ভাইরাস থাকতে পারে তার পুরো তালিকা নিচে দিলাম,
Trojans
* Kaiten - Linux.Backdoor.Kaiten trojan horse
* Rexob - Linux.Backdoor.Rexob trojan
Viruses
* Alaeda - Virus.Linux.Alaeda
* Bad Bunny - Perl.Badbunny
* Binom - Linux/Binom
* Bliss
* Brundle
* Bukowski
* Diesel - Virus.Linux.Diesel.962
* Kagob a - Virus.Linux.Kagob.a
* Kagob b - Virus.Linux.Kagob.b
* MetaPHOR
* Nuxbee - Virus.Linux.Nuxbee.1403
* OSF.8759
* Podloso - Linux.Podloso
* Rike - Virus.Linux.Rike.1627
* RST - Virus.Linux.RST.a
* Satyr - Virus.Linux.Satyr.a
* Staog
* Vit - Virus.Linux.Vit.4096
* Winter - Virus.Linux.Winter.341
* Winux (also known as Lindose and PEElf)
* ZipWorm - Virus.Linux.ZipWorm
Worms
* Adm - Net-Worm.Linux.Adm
* Adore
* Cheese - Net-Worm.Linux.Cheese
* Devnull
* Kork
* Linux/Lion
* Mighty - Net-Worm.Linux.Mighty
* Millen - Linux.Millen.Worm
* Slapper
* SSH Bruteforce
ভাইরাসের এই তালিকাটা আমি এই উইকিপিডিয়া থেকে পেয়েছি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন