সোমবার, ২২ আগস্ট, ২০১১

মোবাইল দিয়েই ট্যাগ / ম্যানশন করুন আপনার ফেসবুক ফ্রেন্ড অথবা পেজকে !!!


অনেকেই পিসি ইউজার কিন্তু মোবাইল ইউজারদের সংখ্যাও কম নয় ফেসবুকে পিসি দিয়ে ফ্রেন্ড ও পেজ ট্যাগ করা গেলেও মোবাইল দিয়ে অনেকেই করতে পারেন না। তাদের জন্য আজকেই এই টিউন :) পিসি ইউজারাও শিখে নিতে পারেন শিখতে মানা নেই কারও :)
হয়তো ব্যাস্ততার সময় ফ্রেন্ড কে ট্যাগ /  ম্যানশন করার দরকার হল তখন কি পিসি অন করে এত কিছুর টাইম নাই
তো আসুন শিখি কিভাবে মোবাইল দিয়ে ফেসবুকের ফ্রেন্ডকে অথবা পেজকে ট্যাগ করবেন ।
  • # step 1  আপনার ফ্রেন্ড কে কিভাবে ট্যাগ করবেন ।
    যাকে ট্যাগ / ম্যানশন করতে চান তার প্রোফাইলে যান , message  এ ক্লিক করেন দেখতে পারবেন নিউ পেজ লোড হবে
    নিউ পেজের অ্যাড্রেস বারের লিঙ্কটা হবে এমন ""http://m.facebook.com/messages//compose/?ids%5B0%5D=100001197126342&refid=0"""
    এই লিঙ্ক থেকে ১৫ ডিজিটের নাম্বারটা কপি করেন  এখানে যেমন : 100001197126342
    * আরও একটি কথা যারা অপেরা 4.2 ব্যাবহার করেন তারা  ফ্রেন্ড লিঙ্ক দেখতে Compose Message পেজ থেকে Menu>Tool>Add to Bookmark>Address>Edit>Option>Mark&Copy থেকে ID নাম্বারটা  কপি  করে নিন :)
    এখন ধরেন এমনি একটা কমেন্টে ট্যাগ করে লেখতে চান  """"  friend-name দোস্ত কি করস"
    কোড "@[ID:]  ,  তাহলে  আপনি কমেন্টে লেখবেন "@[100001197126342:] দোস্ত কি করস"
    কাজ শেষ কিন্তু মনে রাখতে হবে মাঝখানে কিন্তু কোন স্পেস হবে না :)
  • # step 2 :  ফেসবুকে মোবাইল  কোন পেজ ট্যাগ করার উপায় :o ( একই সিস্টেম :p  )
    ধরেন আপনি ট্যাগ করতে চান  "" সিগারেট আর বাইক চালাইলেই স্মার্ট হয়া যায় না"  এই পেজটি
    তো কিভাবে করবেন ?
    পেজটি ওপেন করেন, পেজের কোন পোস্টে ক্লিক করেন নিউ পেজ আসলে আগের মত URL কপি করতে যান দেখবেন একটু জটিল লিঙ্ক
    দেখতে কিছুটা এমন টাইপের " a?refid=0&_ft_a=118539131565567&_ft_tf=273094579373926&_ft_tpi=118539131565567&_ft_ti=17&_ft_fth=941142ce3cf3916b&_ft_time_ft=1313858371&_ft_mf_objid=2""
    এখানে দেখতে পাচ্ছেন "118539131565567"  এইটা হল "" সিগারেট আর বাইক চালাইলেই স্মার্ট হয়া যায় না" এই পেজের ID নাম্বার ।ধরুন পেজটা আপনার কাছে ভাল লেগেছে , আপনি কিছু লেখে পেজটা ট্যাগ করতে চান।  স্ট্যাটাস বক্সে
    লেখুন "@[118539131565567:] পেজটা বেশ সুন্দর"
    দেখুন মজা :)
*পেজের ক্ষেতে  অবশই যে পেজ ট্যাগ করবেন ঐ পেজ আপনাক লাইক করে নিতে হবে :)
* গ্রুপে পেজ ট্যাগ কাজ করবে না , গ্রুপে ফ্রেন্ড ছাড়াও যেকোন মেম্বারকে ট্যাগ করতে পারবেন :)
bloggar a এটি আমার প্রথম পোস্ট , পোস্ট টি কেমন লেগেছে জানাবেন :) যদি এই বিষয় নিয়ে আগেও পোস্ট হয়ে থাকে তাহলে যদি কারও আপত্তি থাকে জানাবেন পোস্ট টি রিমুভ করে দিব :)
আমার পেজটি লাইক করতে পারেন যদি ইচ্ছা হয় :P

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin