রবিবার, ২১ আগস্ট, ২০১১

উবুন্টু ও লিনাক্স মিন্টে বাংলাসহ যে কোন ভাষা লিখুন ( মিন্ট ১০ জুলিয়া)


প্রথমত, পোষ্টটা লিনাক্স এ নতুনদের জন্য
তা এখন যেভাবে কাজ শুরু করবেন তা হলঃ
. সফটওয়ার ম্যানেজার থেকে দুইটা সফটওয়ার ইন্সটল করেন
        • scim-avro
        • scim-m17n
. ইনপুট চেঞ্জ করেন মানে scim কে ডিফল্ট ইনপুট দেন
যেভাবে scim কে ডিফল্ট ইনপুট করবেনঃ
                • মেনু থেকে টার্মিনাল ওপেন করেন
                • টাইপ করেনঃ im-switch -c (স্পেস টা খেয়াল করবেন)
                • তারপর এণ্টার..... ৫ নম্বর অপশনে use scim via xim (scim) সিলেক্ট করেন (scim bridge না কিন্তু)
                • সেভ করে বের হয়ে পিসি রিস্টার্ট করেন
ব্যাস কাজ শেষ ….......অন্যান্য লিনাক্স মিণ্ট ও উবুন্তু তেও এই পদ্ধতি কাজ দিবে
ও আরেকটা কথা গ্লোবাল সেটআপ এ গিয়ে কি এসাইন করা যায় যেমনঃ ctrl+space.........মানে উইন্ডোজের F12 বাটনের মত...scim অন অফ হয়.work panel(task panel) scim setup এর জন্য আইকন আসে :)
এছাড়া ভাষা সিলেক্ট করা যায় মানে কি কি ভাষায় টাইপ করতে চান....বাংলার জন্য অভ্র ফোনেটিক টা ইউজ করা বেশি সহজ।
অভ্র টীমকে ধন্যবাদ.......
সময় থাকলে একটা গান শুনেনঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin