রবিবার, ২১ আগস্ট, ২০১১

HTML হাতেখড়ি [পর্ব- ৬] এইচ.টি.এম.এল ফর্মের উপাদান (HTML Forms Element)


আজ আমরা HTML Forms এর উপাদান তৈরি করা শিখব। প্রথমেই আমাদের জানতে হবে একটা Form এ কি কি জিনিস থাকতে পারে। একটা Form যা থাকতে পারে তা নিম্নরূপ:
  • Text Field – এখানে ব্যবহারকারীর নাম, বয়স অথবা অন্য কোন তথ্য লেখা হয়।
  • Password Field – এখানে ব্যবহারকারীর পাসওয়ার্ড লেখা হয়।
  • Radio Button – গোলাকৃতির টিক বাটন।
  • Check Box – বর্গাকার টিক বাট।
  • Dropdown List – ইনফরমেশন লিস্ট।
  • Text Area – বড় কোন ইনফরমেশন লেখার জায়গা।
  • Button – বাটন।
  • Submit Button – ইনফরমেশন সেন্ড করার বাটন।
এখন এইগুলো কিভাবে দ্বারা তৈরি করতে হয় আমরা তা শিখব।

Text Field:

টেক্সট ফিল্ড তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
নাম: <input type="text" name="name" /><br />
পেশা: <input type="text" name="profession" />
</form>
এখানে আমরা Text Field তৈরি করেছি বলে input type এ text দিয়েছি।

Password Field:

পাসওয়ার্ড ফিল্ড তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
গোপন সংখ্যা: <input type="password" name="pwd" />
</form>
এখানে আমরা Password Field তৈরি করেছি বলে input type এ password  দিয়েছি।

Radio Button:

Radio Button তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
<input type="radio" name="sex" value="male" /> পুরুষ<br />
<input type="radio" name="sex" value="female" /> নারী
</form>
এখানে আমরা Radio Button তৈরি করেছি বলে input type এ radio  দিয়েছি।

Check Box:

Check Box তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
<input type="checkbox " name="sex" value="male" /> পুরুষ<br />
<input type="checkbox" name="sex" value="female" /> নারী
</form>
এখানে আমরা Check Box তৈরি করেছি বলে input type এ  checkbox  দিয়েছি।

Dropdown List:

Dropdown List তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form action="">
<p>কে বাড়ি যাবে???</p>
<select name="go_home">
<option value="i"> আমি </option>
<option value="you">তুমি</option>
<option value="he_she">সে</option>
</select>
</form>

Text Area:

Text Area তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<textarea rows="10" cols="30">
এখানে ‍তুমি তোমার ভালবাসার কথা লিখ।
</textarea>

Button:

Button তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form action="">
<input type="button" value="চাপ দাও">
</form>

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin