শনিবার, ২০ আগস্ট, ২০১১

MSN/HOTMAIL এর ফেক মেসেন্জার দিয়ে ID ও PASSWORD হ্যাক করুন ১ মিনিটে (আনারি হলেও পারবেন)


অনেক দিন যাবত ভাবছিলাম হ্যাকিং নিয়ে লিখবো লিখা হয়ে উঠে না, হ্যাকিং এর হোফট ও শেয়ার করা হয় না সাইজ বড় দেখে. হটাত করে পিচ্ছি একটা সোফট এর কথা মনে পরলো তাই ভাবলাম এটা ছোট আছে বেশী কিছু লিখতে হবে না তাই বসে পরলাম আরকি। ট্রাস্ট মি সামনে ভালো কিছু নিয়ে হাজির হবো আরেকটু সময় দিন যারা আমার হ্যাকিং টিউনের জন্য ওয়েট করছেন। আজকের টিউনটা জাস্ট প্রথম স্টেপ এটা খুব নরমাল টাইপের হ্যাকিং। যাই হোক .

টিউন কনফিগারেশন:-

|——————————————————|
| ইউসার লেভেল – বিগিনার লেভেল
| ডিফিকাল্টি – 00%
| এখান থেকে ডাউনলোড করুন (৪০০কেবি)
|ডাউনলোডের করতে পাসওয়ার্ড হলো - pudinapata
|——————————————————|

দেখুন কিভাবে কাজ করতে হবে

১। সোফটওয়্যার টা ডাউনলোড করুন অপেন করুন নরমালি লগ ইন করুন পাসওয়ার্ড ও আইডি দিয়ে সাইন ইন এ ক্লিক করুন দেখবেন একটা এরর মেসেজ দিবে ঐটা বাদ দিন ২নং পয়েন্ট দেখুন

২। খেলা ফাইনাল হয়ে গেছে হ্যাকিং সেষ হয়ে হয়ে গেছে। মজা মজা মজা নেন। এবার আপনে C ড্রাইভের Program Files এ গিয়ে দেখুন folder.log নামের একটা ফাইল আছে সেটা অপেন করে দেখুন যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা সেখানে সেভ হয়ে গেছে।

নোট

কাজটা শুধু মাত্র আপনার পিসিতে কেউ বসলে করতে পারবেন, মানে আপনার পিসিতে কেউ যদি এটা ইউস করে তাহলে তার পাসওয়ার্ড আপনে পেয়ে যাবেন। আগে আরেকটা অপশন ছিলো ইয়াহু বা এম, এস, এন মেসেন্জারে চ্যাট করার সময় যদি কাউকে এই ফাইল টা দেয়া হতো তাহলে সে যেই পাসওয়ার্ড দিবে সেটা আপনার পিসিতে সেভ হবে, এখন ইয়াহু সিকুরিটি অনেক হাই করেছে তাই হয় না, ট্রাই করে দেখতে পারেন, হলে জানাবেন। তবে কনো সাইবার কেফে গিয়ে এটা দিয়ে আসতে পারেন পরের দিন গিয়ে দেখবেন কত কত আইডি ও পাস পেয়ে গেছেন হাহাহাহাহাহাহহা।
সবাই ভালো থাকুন, ভুল হয়ে থাকলে মাফ। হিহি।
■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■
░Ś░ι░g░η░є░∂░ ░ß░ÿ░
-►►®►Pudina Pata™—-►
【✖ᵀᴴᴱ ᴼᴿᴵᴳᴵᴻᴬᴸ CYBER FREAK✖】

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin