রবিবার, ২১ আগস্ট, ২০১১

HTML হাতেখড়ি [পর্ব- ৫] এইচ.টি.এম.এল ফ্রেম (HTML Frame)


আজ আমরা শিখব HTML Frame। প্রথমেই আমাদের মনে যে যে প্রশ্নগুলো আসতে পারে তা উত্তরসহ নিম্নরূপ:

প্রশ্ন: HTML Frame কি?

উত্তর: যার মাধ্যমে আমরা অনেকগুলো ওয়েব পেজকে একই সাথে একই সময়ে ব্রাউজারের উইন্ডোতে প্রদর্শন করতে পারি তাই হল HTML Frame ।

প্রশ্ন: HTML Frame কত প্রকার ও কি কি?

উত্তর: HTML Frame দুই প্রকার। যথা:
  • Vertical Frameset
  • Horizontal Frameset

প্রশ্ন: কিভাবে Vertical Frameset  ও  Horizontal Frameset তৈরি করব?

উত্তর: Vertical Frameset  তৈরি করার জন্য প্রথমে তিনটি পেজ তৈরি করুন।

প্রথম পেজ:

কোড:

<html>
<body>
<body style="background-color:red;">
<body>
</html>
সেভ করুন  i.html নামে।

দ্বিতীয় পেজ:

কোড:

<html>
<body>
<body style="background-color:green;">
<body>
</html>
সেভ করুন you.html নামে।

তৃতীয় পেজ:

কোড:

<html>
<body>
<body style="background-color:yellow;">
<body>
</html>
সেভ করুন other.html নামে।
Vertical Frameset  তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন:
<html>
<frameset cols="25%,50%,25%">
<frame src="i.html" />
<frame src="you.html" />
<frame src="other.html" />
</frameset>
</html>
সেভ করুন index.html নামে।
Horizontal Frameset  তৈরি করার জন্য উপরের <frameset cols="25%,50%,25%"> এর জায়গায় <frameset rows="25%,50%,25%"> লিখুন। অর্থাৎ সম্পূর্ণ কোডটি হবে নিম্নরূপ:
<html>
<frameset rows="25%,50%,25%">
<frame src="i.html" />
<frame src="you.html" />
<frame src="other.html" />
</frameset>
</html>
এবার  index.html ফাইলে ডাবল ক্লীক করে আউটপুট দেখে নিন।
***একটা কথা মনে রাখবেন তা হল সবগুলো ফাইল যেন একই ফোল্ডারে ‍থাকে।

HTML Frame এর অসুবিধাগুলো:

  • সম্পূর্ণ ওয়েব পেজ আপনি প্রিন্ট করতে পারবেন না।
  • সার্চ ইজ্ঞিনে ইনডেক্সিনে সমস্যা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Backstreet Boys - Backstreet Boys - Show Me The Meaning Being Lonely .mp3
Found at bee mp3 search engine
Anupam Roy - Amake Amar Moto Thakte Dao .mp3
Found at bee mp3 search engine

মোট পৃষ্ঠাদর্শন

sironamhin