উইন্ডোজ ব্যবহারকারি রা প্রায়েই বিরক্ত হন WINDOWS OS এর উপর। আমিও তাদের দলে। এই বিরক্তির তিন কারন-
- ভাইরাস এর আক্রমন
- বারবার ক্রাশ খাওয়া, ফলে বারবার সেটআপ মারা । [আমার একবার এক দিনেই ৬ বার উইন্ডোজ xp সেটআপ মারা লাগসিলো। :@ ]
- ক্র্যাক ঠিকমত না হইলে আপডেট মারা যায় না। এমনেই উইন্ডোজ এর হাজারো বাগ , তারপর আবার আপডেট করতে না দিলে ত পুরাই মুড়ি।
এখন এই হুদাই প্রব্লেম এর সমাধান কি?
অন্য OS ব্যবহার করা স্টার্ট দেন । । ।
মাগার কোনটা?
আর কোন os এর নাম জানেন ?
না জানলে এই লিঙ্ক এ যাইতে পারেন - http://en.wikipedia.org/wiki/List_of_operating_systems
থাক এতো নাম জানার দরকার নাই। লিনাক্স এর নাম জানেন তো ? আমি জানি আপনি জানেন ।। টেক টিউনস এ ঢুকেন আর লিনাক্স এর নাম জানবেন না , এইটা কোন কথা ?
না জানলে এই লিঙ্ক এ জায়া ১৪ গুষ্টির খবর জেনে নেন - http://en.wikipedia.org/wiki/Linux
এর হাজারো সুফল শুনবেন যে এইটা open source,মাগনা, legal ইত্যাদি।
ব্যাপার হইলো যে অনেকেই এত কিছু শুনিয়াও লিনাক্স এ জাইতে চায়ে না , তাহার ৩ টা কারন-
- উইন্ডোজ এর অ্যাপ্লিকেশান চালান যায় না। বিকল্প সফট থাকলে হবে না। যেমন আমার OPEN OFFICE দিলে হবে না, আমার MS OFFICE ই লাগবে।
- দেখতে সুন্দর না। [মিয়া আমি আমার পিসি দেখতে ভাবের হউয়াই লাগবে ]
- User Friendly না। [কোনটা কেমনে চালাব না জানলে তো সমস্যা !]
সমসসা যখন আছে, সমাধান ও আছে ।
আর তাই খবর নিয়া আসছি নতুন লিনাক্স ডিস্ত্রো নিয়া। যার নাম Zorin OS 5.
ইহা এমন এক OS যাহা user friendly, এবং উইন্ডোজ এর বিকল্প। চলেন কিছু ছবি দেখি-
এর আরও বড় মজা যে এটি উইন্ডোজ এর অ্যাপ্লিকেশান চালাইতে পারে। পুরাই উসসাই...
এখন বলেন কেন আপনি লিনাক্স এ যাবেন না?
রিভিউ দেখতে চান ? তাইলে এই ভিডিও দেখেন
http://www.youtube.com/watch?v=AkuuX9dYfz
আর ডাউনলোড মারেন এইখান থেকে -
http://zorin-os.com/free.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন