দুজনের সম্পর্কের সমাপ্তি ঘটেছে অনেক আগে। সে কথা সবাইকে জানিয়েও দিয়েছেন তাঁরা। গত নভেম্বর মাসে ইংরেজ অভিনেত্রী র্যাচেল ভাইৎস জানিয়ে দেন তাঁর ছেলেবন্ধু ড্যারেন অ্যারনোভস্কির সঙ্গে তাঁর ছাড়াছাড়ির খবর।
মজার খবর এই—এত দিন পর আবার একসঙ্গে হয়েছেন সাবেক এই জুটি। না, নিজেদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে নয়। তাঁদের শিশুসন্তান হেনরির কথা চিন্তা করে। হেনরির প্রথম স্কুলে যাওয়ার দিন বাধ্য হয়ে একসঙ্গে হতে হয়েছে তাঁদের। বাবা-মা দুজনের হাত ধরে তবেই না ছেলে প্রথম দিন স্কুলে যাবে! হেনরির অভিভাবকত্ব শেষ পর্যন্ত কে পাবেন তার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি আদালতে। ওয়েবসাইট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন